অনলাইন ডেস্ক
আজ বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপকারভোগী পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তরের মাধ্যমে দেশের ৯টি জেলার ২১১টি উপজেলা সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো। এর মাধ্যমে মোট ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর দেয়া হয়। এর আগে তিন দফায় এক লাখ ৮৫ হাজার ১২৯টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়।
মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভুমিহীন, গৃহহীন, ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে জমিসহ সেমি পাকা ঘর দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।
আজ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে জমি সহ ঘর পায় ১৯৮ টি হতদরিদ্র গৃহহীন পরিবার। অসহায় এই সব মানুষ মাথা গোঁজার ঠাই পেয়ে স্বপ্ন বুনছে সুন্দর আগামীর।
একইদিনে গাজীপুরে জমিসহ সেমি পাকা ঘর পাবে ৩শ ৩৬ টি গৃহহীন পরিবার। এর মধ্য দিয়ে ঘোষণা করা হয় গাজীপুরকে শতভাগ গৃহহীন ভুমিহীনমুক্ত জেলা হিসেবে। ইতিমধ্যে এই জেলার ৫ টি উপজেলায় ১ হাজার ৮১৭ টি গৃহহীন পরিবারকে জমিসহ সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে বলে জানালেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় চারটি পর্যায়ে লালমনিরহাটে নদীভাঙ্গনের কবলে পড়া সহায় সম্বলহীন ৩ হাজার ৯৯৪ টি পরিবারকে জমিসহ ঘর দিয়েছে সরকার। সব কিছু হারানো এই সব মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে গৃহহীনদের ঘর দেয়ার পাশপাশি যারা কর্মহীন তাদের স্বাবলম্বী করতে নানান উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।
মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আগামীতেও ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর প্রদান করা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা