অনলাইন ডেস্ক
তিনি বলেন, শুরু থেকেই সরকার করোনা প্রতিরোধে করণীয় প্রচারে সচেতন, গুজব রোধে সচেষ্ট এবং প্রয়োজনীয় সেবা ও সুবিধা নিশ্চিতে সহযোগী ছিলো। দুপুরে সেনাকল্যান ভবনের স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সিডিসি ও সেফটিনেট প্রযোজিত প্রিয়তা ইফখার পরিচালিত তথ্যচিত্র করোনাকাল’র প্রিমিয়ার শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ বলেন, করোনাকাল এখনও শেষ হয় নি। তবে আমরা প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কারণে প্রথম ধাপেই ভ্যাকসিন পাওয়ায় অনেকটাই করোনা প্রতিরোধে এগিয়ে আছি। ভ্যাকসিন নিলেও সতর্কতা অবশ্যই পালন করতে হবে বলেও জানান তিনি। সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পড়া এবং বার বার হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলার অভ্যাসটা নিয়মিত চর্চায় রাখতে হবে বলেও জানান তিনি।
প্রায় ৮ মাসের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) ও সাউথ-ইস্ট এশিয়া ফিল্ড এপিডেমিওলজী এন্ড টেকনোলজী নেটওয়ার্ক (সেফটিনেট) যৌথ প্রয়াসে ভিডিও চিত্রটি নির্মাণ ও প্রদর্শনীর আয়োজন করেছেন দ্য ফ্লাগ গার্ল খ্যাত প্রিয়তা ইফতেখার। চমৎকার এই তথ্যচিত্রটি নির্মাণের জন্য নির্মাতাকারী প্রতিষ্ঠান ‘দ্যা ফ্ল্যাগ গার্ল’ ও এর পরিচালক প্রিয়তা ইফতেখার কে অভিনন্দন জানিয়েছে সিডিসি এবং সেফটিনেট।
পাশাপাশি এই তথ্যচিত্রের মাধ্যমে করোনাকালীন সময়ের গল্প ও আবেগগুলোকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য এর কলাকুশলীদেরকেও অভিনন্দন জানান। গত একবছর ধরে বাংলাদেশ করোনা মহামারীর বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের সম্মুখসারির যোদ্ধাদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগের জন্য সিডিসি এবং সেফটিনেট তাদের সন্মান ও আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ এই মহামারী যেভাবে দক্ষতার সাথে মোকাবেলা করছে। বিশেষ করে সম্মুখ সারির যোদ্ধারা চ্যালেঞ্জগুলো যেভাবে অতিক্রম করেছে এবং এই মহামারী থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করলাম ভবিষ্যতে মহামারী মোকাবেলার জন্য তা অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন। এই উদ্দেশ্যেই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে যা ভবিষ্যতের দিক নির্দেশনার কাজ করবে বলে মনে করেন নির্মাতা প্রিয়তা ইফতেখার।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ, দেশীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধি, সামরিক চিকিৎসা সার্ভিসের কর্মকর্তাসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন মিডিয়া ও চলচ্চিত্র এবং শিল্প-বাণিজ্য খাতের স্বনামখ্যাত ব্যক্তিরা। প্রিমিয়ার শোয়ে ‘করোনাকাল’ প্রামাণ্য চিত্রের নির্মাতা, কলাকুশলী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা