অনলাইন ডেস্ক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে হয় সম্মেলনস্থল।
শনিবার সকাল দশটায় সম্মেলনে এসে উপস্থিত হন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। দেশীয় সংস্কৃতির নানা পরিবেশনা তুলে ধারা হয়।
এরপর সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর নানাভাবে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে দুরে রাখার চক্রান্ত হয়েছে। তবে জনগনের আস্থা নিয়েই দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ।
পঁচাত্তর পরবর্তী সরকারগুলো জনগনের জন্য কাজ করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের আমলেই হয়েছে।
আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সব পরিকল্পনাই করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা