অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা এখন যেকোন অবস্থার মোকাবেলা করতে পারি। বাঙালি পারে। বাংলাদেশের মানুষ পারে। যা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন আমাদের নারী স্বেচ্ছাসেবকরাও যথেষ্ট কাজ করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসতে থাকবে। সেসব মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। সেভাবেই আমাদের সব পরিকল্পনা করতে হবে। আমাদের ছোট্ট একটা ভূ-খন্ড, তাও আবার ব-দ্বীপ। প্লাবন ভূমি ৮০ পারসেন্ট। এই এলাকায় মানুষকে রক্ষা করা, জানমাল বাঁচানো ও সচেতনতা বৃদ্ধি করাই বড় কাজ।’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘বন্যার সাথেই আমাদের বাস করতে হবে। তবে সেটার ক্ষতির মাত্রা যেনো কম হয় সেদিকে নজর রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেনো জলাশয় নদী নালা খাল বিল নষ্ট না হয়। জমির লোভে, বাড়ি করতে গিয়ে যেন খাল বিল জলাশয় ভরাট করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমাদের সিদ্ধান্ত ‘একটি মানুষও গৃহহীন থাকবে না’। এ বারের বন্যা ব্যাপকভাবে নাদী ভাঙন সৃষ্টি করেছে। এই নদী ভাঙনের কারণে বহু মানুষ গৃহহারা হয়েছে। কিন্তু আমার নির্দেশ রয়েছে, যারা গৃহহারা হয়েছে তাদের প্রত্যেককে ঘর তৈরি করে দিতে হবে। এমনকি যাদের ভিটে মাটি নেই, নদীগর্ভে চলে গেছে তাদের জমি কিনে ঘর তৈরি করে দিবো।’
ধর্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ধর্ষণ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আমরা নতুন আইন পাস করেছি। পার্লামেন্ট নেই বলে আপাতত অধ্যাদেশ হচ্ছে। অর্থাৎ যেকোনো সমস্যা দেখা দিলে সমস্যার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যে কোন সমস্যাই মোকাবেলা করছি।’
প্রসঙ্গত, ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’- এই প্রতিপাদ্য নিয়ে বরাবরের মতো এবারও নানা আয়োজনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন করছে সরকার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা