সিনিয়র স্টাফ রিপোর্টার : নারীদের ক্ষমতায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। ৯ মার্চ প্রাইম ব্যাংক এর গ্রাহক ও নারী কর্মকর্তাদের জন্য ”দ্যা রোড টু ইক্যুয়েটি” শীর্ষক একটি ইন্টারেক্টিভ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ অধিবেশন পরিচালনা করেন এবং ওরাকল বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা প্যানেলিস্ট হিসাবে উপস্থিত ছিলেন।
এসময় প্রাইম ব্যাংকের পরিচালক নাসিম আনোয়ার হোসেন এবং দেশের বেশ কয়েকজন প্রথিতযশা মহিলা উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী মহিলা কাউন্সিল, সোসাইটি ফর ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন এবং হাইকেয়ার স্কুলের নারী নেত্রীবৃন্দ কিভাবে তারা আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে বিভিন্ন প্রতিকুলতা মোকাবেলা করেছেন সেই অভিজ্ঞতা শেয়ার করেন।
এসময় ব্যাংকের নারী কর্মকর্তারা বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেন এবং প্যানেল সদস্যরা পেশাদারী ও ব্যক্তিগত জীবনে কিভাবে ভারসাম্য বজায় রেখে ক্যারিয়ারের উচ্চ শিখরে পৌঁছানো যায়, সেই উপায়গুলি সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেন, “প্রাইম ব্যাংক এর আর্থিক সেবা এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশে নারীর ক্ষমতায়নের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের সকল স্তরের নারীরা যাতে সহজেই ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা গ্রাহকদের চাহিদা অনুধাবন করতে পারি, যা নারীদের জন্য পূর্ণাঙ্গ ব্যাংকিং প্রোডাক্ট ও সার্ভিস প্রপোজিশন ডিজাইন করতে আমাদের সাহায্য করবে।”
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা