অনলাইন ডেস্ক
সেন্ট কিটসে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের যুবাদের জয় ১৫৫ রানে।
আইচ মোল্লার ৮২ রানের ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৭৭ রানে। ডিএলএস পদ্ধতিতে পরে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৬। তারা গুটিয়ে যায় স্রেফ ১১০ রানেই।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতি অবশ্য খুব আদর্শ হয়নি। টপ অর্ডারে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে এই সুযোগেই কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে নেওয়ার প্রস্তুতিটা নিতে পারে মিডল অর্ডার।
প্রস্তুতি শেষে এখন মূল লড়াই শুরুর পালা। শিরোপা ধরে রাখার অভিযানে বাংলাদেশ মাঠে নামবে আগামী রবিবার। গ্রুপের কঠিনতম প্রতিপক্ষের সঙ্গেই প্রথম খেলবে বাংলাদেশ, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সেন্ট কিটসেই। গ্রুপের অন্য দুই দল কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৫ ওভারে ২৭৭ (আরিফুল ৪০, ইফতেখার ১, নাবিল ১০, আইচ ৮২, ফাহিম ৩৩, মেহরব ৯, রকিবুল ৩৬, তানজিম ২, আব্দুল্লাহ ৬, রিপন ৩৯, মুসফিক ২*; মিচেল ৭-১-৩০-৪, স্কনকেন ১০-০-৪৮-২)।
জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯: (লক্ষ্য ২৫৫) ৩৫.২ ওভারে ১১০ (সাইল ৩৯, মাকোনি ২২; রিপন ৫.২-১-১৬-১, তানজিম ৪-০-২৪-১, মুসফিক ৩-০-১৪-১, নাইমুর ১০-২-১৮-৩, রাকিবুল ৬-০-১৬-০, আরিফুল ৩-১-৬-২, আব্দুল্লাহ ৪-০-১৫-২)।
ফল: ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ১৫৫ রানে জয়ী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা