অনলাইন ডেস্ক
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই এর পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি ।
প্রস্তাবিত বাজেটকে একটি ব্যবসা-বাণিজ্য ও শিল্প বান্ধব বাজেট উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বর্তমান সরকারকে অভিনন্দন জানান এই সিআইপি ।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজেটকে স্বাগত জানিয়ে তিনি বলেন ,‘আজ দেশের যে উন্নতি সে জন্য ব্যবসায়ীদের অবদান অনেক। দেশে ব্যবসার প্রসার না ঘটলে উন্নতি হয় না, কর্মসংস্থান হয় না। দেশে ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এই বাজেট অবদান রাখবে বলে মনে করছি’।
আরোও পড়তে পারেন : বিরিয়ানি থেকে পামাল, আলোচনায় ৫ পাকিস্তানি ড্রামা