অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার(২ ডিসেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যাদের টিকা দেয়া হয়নি কিংবা টিকা প্রথম ডোজ দিয়েছে তাদের পরীক্ষার পরপরই খুব দ্রুত টিকা দেয়া হবে বলে জানান মন্ত্রী।
দীপু মনি আরও বলেন, ২৩ তারিখেও আমাদের এইচএসসি পরীক্ষা হবে। ওইদিন ইউপি নির্বাচনেরও তারিখ ছিলো। আমরা নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করেছি। তারা নির্বাচন পিছিয়েছে। যার কারণে ২৩ তারিখে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, আমরা আগামী বছরের পরীক্ষা পরিস্থিতির উপর নির্ভর করে বছরের মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করবো।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, আমরা চেয়েছিলাম আগামী বছরের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস সংখ্যা বাড়াবো। তবে ওমিক্রন এর প্রভাবে টেকনিক্যাল কমিটি ক্লাস সংখ্যা না বাড়াতে পরামর্শ দিয়েছেন। সেটার ভিত্তিতে এখনই ক্লাস সংখ্যা বাড়ানোর কোন সিদ্ধান্ত হয়নি।
ওমিক্রনের ভয়াবহতা নিয়ে মন্ত্রী বলেন, যদি ওমিক্রন ভয়াবহ আকার ধারণ করে আমরা পূ্র্বের ন্যায় শিক্ষার্থীদের স্বার্থে যে কোন সিদ্বান্ত নিতে প্রস্তুত আছি।তবে আমরা প্রার্থনা করছি আমাদের যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়।
এছাড়া প্রাক-প্রাথমিক ক্লাস চালুর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান মন্ত্রী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা