অনলাইন ডেস্ক
মার্চ মাসে ২০১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের আগস্টে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, পুরো মার্চ মাসে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ ২৯.২৯% বেড়েছে। যা ফেব্রুয়ারিতে ১.৫ বিলিয়ন ডলার থেকে বেড়েছে।
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণ হিসেবে সংশ্লিষ্টরা মূলত প্রতি ডলারে সর্বোচ্চ ১১৭ টাকা দেওয়াকেও প্রভাবক হিসেবে মনে করছেন।
বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্সের হার ১০৮ টাকা থেকে কমিয়ে ১০৭ টাকা করার পর ২০২২ সালের সেপ্টেম্বর থেকে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারের নিচে রেকর্ড করা হয়েছে।
ব্যাংকাররা জানান, ডলার সংকটের কারণে অনেক আমদানি ব্যয় খরচ দেওয়া পিছিয়ে গেছে।
এ জন্য নির্ধারিত হারের চেয়ে বেশি দামে প্রবাসীদের কাছ থেকে আসা ডলার কেনা হচ্ছে।
ফলে প্রবাসী আয় বেড়েছে। ডলারের মূল্যসীমা অপসারণ করা গেলে সংকট কেটে যাবে বলে তারা বলছেন।
রেমিট্যান্সের জন্য ২.৫% ঝামেলা-মুক্ত প্রণোদনা ছাড়াও, বেশ কয়েকটি ব্যাংক বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করার জন্য অতিরিক্ত প্রণোদনাও দিচ্ছে।
আইনি চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকগুলো কোনো চার্জ বা ফি কাটছে না।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা