প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশি-বিদেশি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ পালন এবং নবনির্মিত ১৫তলা বিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’- এর শুভ উদ্বোধন উপলক্ষে বুধবার ( ৪ ডিসেম্বর) এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহবান জানান।
তিনি বলেন, ‘আমি আশা করি, সকলের সম্মিলিত কর্মপ্রয়াসে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব।’
বাণীতে শেখ হাসিনা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সকল কর্মকান্ডে সুযোগ প্রদানসহ সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।‘আমরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩, ‘রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট ২০১৮ ও প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, ২০১৯ প্রণয়ন করেছি।’
প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রসহ অন্যান্য কর্মকান্ডের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন তরান্বিত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (মৈত্রী শিল্প)-এর মাধ্যমে প্রতিবন্ধীদের দ্বারা মুক্তা ড্রিংকিং ওয়াটার ও প্লাস্টিক কারখানায় নিত্য ব্যবহার্য সামগ্রী উৎপাদন এবং বিপণন করা হচ্ছে, যার সম্পূর্ণ লভ্যাংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।’
নবনির্মিত জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক ভবিষ্যৎ উন্নয়নের পথকে আরো সম্প্রসারিত করবে আশা করে তিনি প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধনসহ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : ডেঙ্গু সারাবছর থাকবে এটাই এখন বাস্তবতা : মহাপরিচালক
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা