১৭২ সেবার অঙ্গীকার নিয়ে উদ্বোধন করা হয়েছে ‘মাই গভ’ অ্যাপ। অ্যাপটিতে যেসব সেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে জরুরি সেবা, জমির খতিয়ান সংক্রান্ত তথ্য জানা, বিপদে পড়লে সাহায্য নেওয়াসহ আরও অনেক কিছু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করেন।
নতুন সাবমেরিন ক্যাবলে বাংলাদেশের রুট ১৮৫০ কিলোমিটার
বাংলাদেশে তৈরি একটি স্মার্টফোনে অ্যাপটিতে ক্লিক করে এর উদ্বোধন করেন তিনি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
অ্যাপটি উদ্বোধনের পর সেখানে স্থাপিত বড়পর্দায় এর কার্যকারিতা সম্পর্কে একটি ভিডিও দেখানো হয়।
ভিডিওটি থেকে জানা যায়, সরকারের মোট ১৭২টি সেবা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। কেউ বিপদে পড়লে অ্যাপটি খুলে মোবাইল ফোন ঝাঁকালে সরাসরি ৯৯৯ নম্বরে চলে যাবে ফোন।
নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করছে ফেসবুক
মাই গভ থেকে প্রয়োজনে ৩৩৩ নম্বরে ফোন করেও সেবা নেয়া যাবে। অধিকতর সেবার জন্য অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করবে কাছের ডিজিটাল সেন্টারকে। এরকম নানা ধরনের সেবা নিয়ে জনগণের হাতে যাচ্ছে বাংলাদেশ সরকারের মাই গভ অ্যাপ।
ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই নামে বা ভিন্ন নামে এই ধরনের অ্যাপ চালু আছে।
‘ডিজিটাল বাংলাদেশের অবদান, এক ঠিকানায় সব সমাধান’ শ্লোগানে যাত্রা করা অ্যাপটিতে পর্যায়ক্রমে সরকারি সব সেবা ও প্রয়োজনীয় বেসরকারি যুক্ত করা হবে বলে জানা গেছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা