অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১৯ মে) বিকেল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রাণনাশের হুমকির শামিল- জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রীকে ধরাশায়ী করে সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলা অবশ্যই প্রাণনাশের হুমকির শামিল। আমরা এর আইনগত ব্যবস্থা নেওয়ার দিক খতিয়ে দেখবো।’
মির্জা ফখরুল বলন, ‘প্রধানমন্ত্রী রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অশালীন বক্তব্য দিয়েছেন। এ রকম অরাজনৈতিক বক্তব্য একজন প্রধানমন্ত্রীর কাছে আশা করতে পারি না। প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা ক্ষুব্ধ হয়েছি।’
পদ্মা সেতু জনগণের ট্যাক্সের টাকায় তৈরি- মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘ট্যাক্সের টাকায় তৈরি পদ্মা সেতুতেও দুর্নীতি করেছে সরকার।’
আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা এখনও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি না। নির্বাচন কীভাবে হবে, এটা নিয়ে ভাবছি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা