সিনিয়র স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড| বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি (০৫এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এর নিকট করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ কোস্ট গার্ডের সর্বস্তরের সদস্যদের একদিনের মূল বেতনের সম পরিমান অর্থের চেক হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণ করেন। এসময় মহাপরিচালক করোনা ভাইরাস এর বিস্তাররোধে বাংলাদেশ কোস্ট গার্ড থেকে নেয়া পদক্ষেপসমুহ অবহিত করেন এবং ভবিষ্যতে সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে বলে জানান।
প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সম পরিমান অর্থ প্রদানের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান।বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ২৫০০ পরিবারকে দুস্থ, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে কোস্ট গার্ডের এই সাহায্য চলমান থাকবে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা