প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব করা হয়েছে।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তোফাজ্জল হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
গত কয়েকদিন ধরেই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে সচিব পর্যায়ে রদবদল করা হচ্ছে। মূলত আগের সচিবদের অবসরে যাওয়ার কারণে এই পরিবর্তন করা হচ্ছে।
গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত থাকা মাসুদ বিন মোমেনকে বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত করা হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা