অনলাইন ডেস্ক
গোলবৃষ্টিই বলা যায়।প্রিমিয়ার লীগে আর্সেনাল-ওয়েস্ট হ্যাম ম্যাচে প্রথমার্ধ শেষের বাজি তখনো বাজেনি।তবে এর আগেই দুই দল মিলিয়ে জালে বল পাঠিয়েছে সাতবার! প্রথমার্ধে এত গোল ইংলিশ প্রিমিয়ার লীগ এর আগে দেখেছে কেবল তিনবার।তবে গোল উৎসবে এদিন এগিয়েছিল আর্সেনাল।সাত গোলের পাঁচটিই এসেছে মিকেল আর্তেতার শিষ্যদের পা থেকে।আর তাতে জয়ে ফিল গানার্সরা।
লন্ডন স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-২ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। দলের পাঁচ গোলদাতা হলেন-গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগোর, কাই হাভার্টজ ও বুকায়ো সাকা।প্রথমার্ধে সাত গোল হলেও দ্বিতীয়ার্ধে কোন গোল হয়নি।
অধিকাংশ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণেও একচেটিয়া আধিপত্য করে আর্সেনাল। প্রথমার্ধে গোলের জন্য ১০ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখে পাঁচটিতেই সফল হয় তারা। ওয়েস্ট হ্যাম লক্ষ্যে তিন শট নিয়ে দুটি পাঠায় জালে।
১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সমান ২৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ব্রাইটন ও ম্যানচেস্টার সিটি। শিরোপাধারী সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
সিটির সমান ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা