অভিনেতা সাঈফ আলি খান অভিনীত লাল কাপ্তান বক্স অফিস মাতাতে ব্যর্থ হয়েছে। প্রথম দিনে মাত্র আয় করেছে ৫০ লাখ রুপি।
লাল কাপ্তানে সাঈফ একজন নাগা সাধুর চরিত্রে অভিনয় করেছেন।ভারতীয় সাধুর জীবনী নিয়ে তৈরি এই ছবিটি ভারতীয় দর্শকদের মন প্রথম দিনে জয় করতে পারেনি। দর্শক টানতে পারেনি এই ছবিটি। সূ্ত্র : হিন্দুস্তান টাইমস।
একইসময়ে মুক্তি পাওযা সোনম কাপুরের দি জয়া ফ্যাক্টর প্রথমদিনে বক্স অফিস আয় করেছে ৭৫ লাখ রুপি।
লাল কাপ্তান পরিচালনা করেছে নভদেব সিং। এতে অভিনয় করেছে সাঈফ আলী খান, জয়া হোসেন, দীপক দেব্রিয়াল, এবং মনব ভিজ। আছে সোনাক্ষী সিনহা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা