লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ তে আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ।
ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও সিরিজ জয়ের আশা ছাড়ছে না টাইগাররা।
টি-২০’র শীর্ষ দল পাকিস্তান খেলবে ঘরের মাঠে। র্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশ অবশ্য নিজেদের লক্ষ্যে অটুট আছে।
টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে ৮টিতেই পাকিস্তান জিতেছে। বাংলাদেশের দুটি জয় অবশ্য দুই দলের সবশেষ তিন লড়াইয়ে। তবে সেই ম্যাচ দুটি ছিল ২০১৫ ও ২০১৬ সালে।
এদিকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে র্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠবে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জিতলে ৬ রেটিং পয়েন্ট বাড়লেও র্যাংকিংয়ে কোন উন্নতি হবে না টাইগারদের। নবমস্থানেই থাকবে। তবে এ সিরিজে অন্তত এক ম্যাচ হারলেই শীর্ষস্থান হারাবে পাকিস্তান।
বৃহস্পতিবার লাহোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘নিজেদের মাটিতে পাকিস্তান অনেক ভালো দল, শক্তিশালী দল। তবে আমি আমাদের দল নিয়ে আশাবাদী যেন ভালো খেলতে পারি ও সিরিজ জিততে পারি।’
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক বাবর আজম, ‘টি-২০ র্যাঙ্কিংয়ের এক নম্বর দল আমরা। বাংলাদেশের বিরুদ্ধে মাঠেও সেই ছাপটা রাখতে চাই।’
এই সফরে বাংলাদেশ তিনটি টি-২০ ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচটি আগামীকালই। শেষ ম্যাচ ২৭ জানুয়ারি।
অনিশ্চয়তা, শঙ্কা সরিয়ে বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা ফ্লাইটে লাহোর পৌঁছান মাহমুদউল্লাহরা।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা