অনলাইন ডেস্ক
শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা ভারত অবশ্য বিশ্বকাপ পরিসংখ্যানে অনেক পিছিয়ে। বৈশ্বিক আসরটিতে দুইবারের দেখায় প্রতিবারই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তারা লড়েছেন সমানে সমান। ১৬ ম্যাচে উভয়েই জিতেছে আটটি করে ম্যাচ।
গ্রুপ-২ টানা তিন জয়ে ইতোমধ্যেই সেমিফাইনালের পথে রয়েছে পাকিস্তান। এবার দ্বিতীয় সেমিফাইনালিস্টের খোঁজার লড়াই! আজ নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে বিরাট কোহলির ভারত। যারা জিতবেন তারাই এগিয়ে থাকবেন সেমিফাইনালের পথে।
এমন সমীকরণের ম্যাচে ভারত দলে খুব বেশি পরিবর্তন দেখা নাও যেতে পারে। তবে পেসার ভুবেনশ্বর কুমারের জায়গায় খেলতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা শার্দুল ঠাকুর। চোট শঙ্কায় রয়েছে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সে দলে থাকলেও বল করতে দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনে বল হাতে নিতে পারেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।
পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ থেকে নিউজিল্যান্ড দলেও আসতে পারে পরিবর্তন। পেসার টিম সাউদির বদলে এদিন একাদশে ফিরতে পারেন অ্যাডাম মিলনে। এদিকে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করলেও গোড়ালির চোটে ফিল্ডিং করেননি অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিল। তবে তাকে একাদশে পাবার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। কিউইদের হয়ে এদিনও ওপেন করতে পারেন ড্যারিল মিচেল। চারে নামতে পারেন জিমি নিশাম।
মোট ম্যাচ ১৭ ভারতের জয় ৮ নিউজিল্যান্ডের জয় ৮ ফলহীন ১
ভারত সম্ভাব্য একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার/শার্দুল ঠাকুর, এবং মোহাম্মদ শামি।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফোর্ট (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি/অ্যাডাম মিলনে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা