অনলাইন ডেস্ক
নোভাক জকোভিচকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেলেন কার্লোস আলকারাজ।সার্বিয়ান তারকার সঙ্গে পৌনে ৫ ঘণ্টার লড়াই জিতে উইম্বলডনের নতুন রাজা হলেন এই স্প্যানিস টেনিস তারকা। ৩-২ সেটে টেনিসের বিশ্বসেরাকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলছেন তিনি।
তবে লড়াইয়ের শুরুটা এত সহজ ছিল না আলকারাজের জন্য। একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিলেন জকোভিচ। নিজের ভুলেই প্রথম সেট হেরে যান তিনি। নাম্বার ওয়ান তারকা হেসেখেলেই জিতেছিলেন সেই সেট। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ে সম্ভাবনাটা তাতে আরও উজ্জ্বল হয়।
তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান আলকারাজ। পরের দুটো সেটেই তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে জিতে নেন আলকারাজ। দ্বিতীয় সেট গড়িয়েছিল ট্রাইবেকারে সেখানেই নিজের করে নেন এই স্প্যানিশ তারকা।
তিন নম্বর সেট জিতেন ৬-১ ব্যবধানে। অসংখ্যবার জোকোভিচের সার্ভিস ভেঙেছেন। তার ফোরহ্যান্ড, ক্রসকোট, ড্রপ শট কিছুর জবাব ছিল না জোকোভিচের কাছে।
জোকারের বিপক্ষে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে ছিলেন আলকারাজ। গ্র্যান্ড স্ল্যামের অঙ্কেও। সার্বিয়ান মহারথীর ২৩টি গ্র্যান্ড স্ল্যামের বিপরীতে এই তরুণের প্রাপ্তির ঝুলিতে ছিল মাত্র একটি। জোকোভিচকে টিকে থাকতে গেলে চার নম্বর সেট জিততেই হত। সেটাই করলেন। জিতলেন ৬-৩ ব্যবধানে। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত কে করবেন বোঝা যাচ্ছিল না।
জোকাভিচ ও আলকারাজ প্রতিটা গেম পয়েন্ট এর জন্য লড়াই করছিলেন। শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসলেন আলকারাজ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা