নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর দায়ে প্রথম আলো ও কিশোর আলো’র সম্পাদক মতিউর রহমান এবং উপ সম্পাদক আনিসুল হককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে বুধবার ( ১৩ নভেম্বর) এ মানববন্ধনের আয়োজন করেছে সংগঠনটি।
মানববন্ধনে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা- ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) বলেন, নাইমুল আবরার রাহাতের মৃত্যুর জন্য প্রথম আলো এবং কিশোর আলো’র কর্তৃপক্ষ তাদের দায় কোনভাবেই এড়াতে পারেনা। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদক মতিউর রহমান এবং আনিসুল হককে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
তিনি বলেন, দায়ী ব্যাক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে এনসিবি’র নেতা কর্মীরা প্রথম আলো ও কিশোর আলো’র অফিস ও ছাপাখানা ঘেরাও এবং ঢাকা শহরে হরতালের মতো কঠিন কর্মসূচী ঘোষনা করবে।
পাশাপাশি এই কর্মসূচীতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে হুশিয়ারী করেন ।
মানববন্ধনে বক্তারা নাঈমূল আবরার রাহাত বিদ্যুৎ পিষ্ট হওয়ার পরেও তাকে দ্রুত পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী হাসপাতালে না নিয়ে সময়ক্ষেপন করে বিলম্বে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নেওয়ায় যথাসময়ে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবী করেন।
রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে কিশোরদের মাসিক পত্রিকা কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরারের মর্মান্তিক মৃত্যু ঘটে। আবরার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা