অনলাইন ডেস্ক
কানাডা ক্রিকেট নিজেদের সেরা স্কোয়াডই ঘোষণা করে দিল। দলে তেমন তারকা ক্রিকেটার কেউই নেই। বরং ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদেরই রমরমা বলা চলে। জন্মসূত্রে কানাডিয়ান হলেও তাদের পরিবারের সঙ্গে যোগ রয়েছে ভারতের।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অভিজ্ঞ মুখ বলতে অলরাউন্ডার সাদ বিন জাফর। তাকেই এবারে বিশ্বকাপের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কানাডা ক্রিকেট বোর্ড ও তাদের নির্বাচকরা।
আসরে বেশ কঠিন গ্রুপেই রয়েছে কানাডা। ভারত, পাকিস্তান রয়েছে একই গ্রুপে। এছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড। এই দলে জাফর ছাড়াও সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অ্যারন জনসন এবং কালিম সানা। যদিও দলে ঠাই হয়নি নিখিল দত্তের।
আগামী ১ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। এই মার্কিনদের বিপক্ষে কদিন আগেই হারতে হয়েছে তাদের। ফলে গ্রুপে তারা খুব একটা শক্তিশালী দল নয়, সেকথা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু সিমিত শক্তিতেই লড়াই দিতে প্রস্তুত গর্ডন, জনসনরা। তাদের দ্বিতীয় ম্যাচ ৭ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপরই তারা মুখোমুখি হবে এশিয়ার দুই শক্তিশালী দল পাকিস্তান ও ভারতের। ১১ জুন তাদের প্রতিপক্ষ মোহম্মদ আমিরদের পাকিস্তান। ১৫ জুন কানাডা গ্রুপ লিগের শেষ ম্যাচে মাঠে নামবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিপক্ষে।
কানাডা বিশ্বকাপ দল: সাদ বিন জাফর (অধিনায়ক) অ্যারন জনসন, ডিলন হেলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার,জেরেমি গর্ডন, জুনেয়েদ সিদ্দিকি, কালিম সানা, কনওয়ারপাল, নবনীত ধালিওয়াল, নিকোলাস কির্টন, পার্গাত সিং, রবিন্দ্রপাল সিং, রায়াখান পাঠান এবং শ্রেয়স মোভা।
রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু, পারভীন কুমার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা