প্রি-অর্ডার শুরুর প্রথম ৭২ ঘণ্টায় আইফোন ১১ প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হয়েছে।
বিশেষ করে চীনে আইফোনের ভালো চাহিদা লক্ষ্য করা গেছে। এ তথ্য জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং চি কু।
সাপ্লাই চেইন ও শিপমেন্ট পর্যালোচনা করে অন্যান্য বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার আইফোনের চাহিদা বেশি। চীনের ই-কমার্স সাইট জে.ডি ডটকম জানিয়েছে, এবার আইফোন ১১ এর প্রি-অর্ডার ৪৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
৪ রঙের সংস্করণের মধ্যে মিডনাইট গ্রিন রঙের আইফোন ১১ প্রোয়ের চাহিদা বেশি। আইফোন ১১ এর কালো ও বেগুনি রঙের চাহিদা রয়েছে।
আলিবাবার টিমল কমার্স প্ল্যাটফর্মে ফোনটির বিক্রি গত বছরের আইফোন ১০ আরের চেয়ে ৩৩৫ শতাংশ বেড়েছে।
প্রি-অর্ডারে আইফোনের চাহিদা লক্ষ্য করায় নতুন পূর্বাভাস দিয়েছেন মিং চি কু। তিনি জানিয়েছেন, চলতি বছর ৭ থেকে সাড়ে ৭ কোটি আইফোন বিক্রি হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, সর্বসাকুল্যে সাড়ে ৬ থেকে ৭ কোটি আইফোন বিক্রি হবে।
তার মতে, এবার আইফোন ৬, আইফোন ৬ এস ও আইফোন ৭ ব্যবহারকারীদের আইফোন ১১ কেনার সম্ভাবনা বেশি।
আইফোন ১১, আইফোন প্রো ও আইফোন প্রো ম্যাক্স বাজারে বিক্রি শুরু হবে শুক্রবার থেকে।
NB:This post is collected from techshohor
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা