ব্যান্ডের অ্যালবাম এখন তেমন বের হয় না। সিনিয়র শিল্পীরাও এখন নতুন গান প্রকাশে তেমন সক্রিয় নন। ব্যতিক্রম মাইলস ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। প্রতি মাসেই নতুন নতুন গান করছেন। প্রকাশ করছেন ইউটিউবসহ নানা ডিজিটাল মাধ্যমে। গান গাওয়া, সুর করার পাশাপাশি লিখছেনও শাফিন আহমেদ। ক্রমেই গীতিকার হয়ে উঠছেন তিনি।শিল্পী জানালেন, প্রতি মাসেই শ্রোতাদের নতুন গান উপহার দেওয়ার পরিকল্পনা আছে তাঁর। এ মাসে তিনটি নতুন গান প্রকাশিত হয়েছে। ‘এই পথ চলা’, ‘কে তুমি’ এবং ‘বাতাসে কার কণ্ঠ’ । এর মধ্যে ‘এই পথ চলা’ ও ‘কে তুমি’ গান দুটির লেখা ও সুর করা তাঁর নিজের। শুধু তা-ই নয়, নিজের রেকর্ডিং, নিজের মিক্সড, মাস্টারিং এবং নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডাবল বেজ’ থেকে গানগুলো প্রকাশ করা হয়েছে। ‘বাতাসে কার কণ্ঠ’ গানটি লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদি। ভিডিও নির্মাণ করেছেন রম্য খান।এর আগে মে মাসে নজরুলজয়ন্তীতে তিনি প্রকাশ করেছেন নজরুলসংগীত ‘তোমারই আঁখির মতো আকাশের দুটি তারা’। কাজী নজরুল ইসলামের লেখা গানটি সুর করেছেন শাফিন আহমেদের বাবা কমল দাশ গুপ্ত। এরপর ২০ জুলাই বাবার মৃত্যুবার্ষিকীতে নজরুলসংগীত ‘আমি চাঁদ নহি অভিশাপ’ গানটি প্রকাশ করেন। পাশাপাশি আরও দুটি গান ‘ভালোবাসার জানালায়’ ও ‘বলাতো হলো না’ । এর মধ্যে ‘ভালোবাসার জানালায়’ গানটি লিখেছেন রবিউল ইসলাম, অন্যটি শাফিন আহমেদের নিজের লেখা। ডিজিটাল মাধ্যমে এসেছে জনপ্রিয় শিল্পী কনার সঙ্গে দ্বৈত কণ্ঠে নিজের লেখা ও সুর করা ‘দুটি হৃদয়ের খেলাতে’ শিরোনামের আরেকটি গান। কাছাকাছি সময়ে ‘ফিরে আয়’শিরোনামের গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। গানটির কথা লিখেছেন বাপ্পী খান, সুর ও সংগীতায়োজন করেছেন শাফিন আহমেদ নিজেই। সবমিলে গত ১০ মাসে ৯টি নতুন গান প্রকাশ করেছেন তিনি। শাফিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই মাইলসের ব্যস্ততার পাশাপাশি একক উদ্যোগে নিয়মিত গান করি। অতীতে আমার কয়েকটি অ্যালবাম বাজারে এসেছে। আসলে মনের মতো গান পাই না বলে নিয়মিত গান করা হয় না। সম্প্রতি যে গানগুলো করেছি, সেগুলো সময় এবং যত্ন নিয়েই করেছি। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’শাফিন আহমেদ জানান, আগামী সপ্তাহে মাইলস কানাডায় যাবে। তিনিও যাচ্ছেন। মাইলসের ৪০ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে কানাডায় ছয়টি কনসার্টে গান করবে। দেশে ফিরে আবার অক্টোবরের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ায় পাঁচ-ছয়টি শোতে অংশ নেবে মাইলস। এরপর দেশে। বিদেশে ৪০ বছর উদ্যাপন উপলক্ষে দেশের বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট আর খুলনায় কনসার্টের আয়োজন করা হবে। এ ছাড়া ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন হবে গ্র্যান্ড গালা কনসার্ট।
NB:This post is copied from prothomalo.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা