অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরার বাসিন্দা অহন পড়াশোনা করেন নটরডেম কলেজে। উত্তরা থেকে মতিঝিলের দীর্ঘ এই পথ পাড়ি দিতে অহন বেছে নিয়েছে মেট্রোরেলকে।
অহনের মতো রাজধানীর অনেক শিক্ষার্থীর পছন্দের গণপরিবহন এখন মেট্রোরেল। শুধু শিক্ষার্থী নয় অফিসগামী, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী যাদেরই মেট্রোরেলের পথে অফিস বা কাজ থাকে তারাই চলাচলের জন্য এই গণপরিবহনকেই বেছে নিচ্ছেন। অফিস সময়ে প্রতিটির মেট্রোরেলের ছয়টি কোচই যাত্রীতে এমন ঠাসা থাকে। তবে অন্য সময়ে যাত্রী কিছুটা কমে যায়।
প্রতিদিন এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৭৮ বার ট্রেন চলাচল করে। প্রতি ট্রেনে গড়ে ১৬৩২ জন যাত্রী চলাচল করছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির তথ্য মতে প্রতিদিন এখন গড়ে ২লক্ষ ৯০ হাজার ৫শ’ যাত্রী মেট্রোরেলে চলাচল করছে। তবে প্রতিদিন ৫ লক্ষ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা আছে মেট্রোরেল কর্তৃপক্ষের।
মেট্রো ব্যবহারকারীদের মধ্যে গড়ে ৫২ শতাংশ যাত্রী দীর্ঘমেয়াদী এমআরটি পাস ব্যবহার করছে। এমআরটি পাস গ্রহণের সংখ্যা প্রতিদিনই ৩ হাজার করে বাড়ছে। ফলে যাত্রী পরিবহনের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হয়ে যাবে বলেও জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি জানান, বর্তমানে যে পরিমাণ যাত্রী পরিবহন হচ্ছে তাতে দৈনিক আয় প্রায় দেড় কোটি টাকা। যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা পূরণ হলে এই আয় দ্বিগুণ হবে। মেট্রোরেলে ভ্রমণে যাত্রীরা অভ্যস্ত হয়ে উঠছে এবং সচেতনতাও বাড়ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা