৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন এন্ড্রু কিশোর। সেখানে ডাক্তার দেখিয়েছেন তিনি। করা হয়েছে বেশ কিছু টেস্ট। এর মধ্যে কয়েকটির রিপোর্টও পাওয়া গেছে। বাকিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োপসির রিপোর্ট পাওয়া যাবে ছয় সপ্তাহ পর। জানিয়েছেন এন্ড্রু কিশোরের সঙ্গে থাকা সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
তিনি বলেন, ‘এন্ড্রু কিশোরের প্রধান সমস্যা ছিল এড্রিনাল গ্ল্যান্ডে। সেটার ব্যথা কিছুটা কমেছে। কিন্তু এই মুহূর্তে প্রধান সমস্যা জ্বর। প্রতিদিন নিয়ম করে জ্বর আসছে তাঁর, যা নিয়ে ডাক্তাররা খুব চিন্তিত। কেন এভাবে জ্বর আসছে সেটা বের করার চেষ্টা করছেন ডাক্তাররা।’
জাহাঙ্গীর আরো বলেন, ‘এন্ড্রু কিশোর এখন হোটেলেই অবস্থান করছেন। ১৪ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও আপাতত আরো কয়েক দিন সিঙ্গাপুর অবস্থান করবেন তিনি। সব টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর তাঁর শরীরের সর্বশেষ অবস্থা জানা যাবে। সেভাবেই পরবর্তী করণীয় ঠিক করবেন ডাক্তার।’
NB:This post is collected from https://www.kalerkantho.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা