অনলাইন ডেস্ক
সারাদেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার (২১ মে) এ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৫ ধারায় পৌরসভাকে সরকারের একটি প্রশাসনিক ইউনিট হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আইনের ৯১(৪-এর ক) ধারায় বলা আছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা পৌরসভার তহবিল থেকে দিতে হবে।
জানা গেছে, বর্তমানে পৌরসভার রাজস্ব আদায় সন্তোষজনক পর্যায়ে না থাকায় অধিকাংশের বেতন-ভাতা বকেয়া ছিলে। করোনা পরিস্থিতির কারণে পৌরসভার নিয়মিত রাজস্ব আদায়ের খাত হেল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাটবাজারের ইজারা প্রদান ও দোকানভাড়াসহ যাবতীয় রাজস্ব আয় প্রায় দুমাস ধরে বন্ধ রয়েছে।
এছাড়াও জরুরি সেবা প্রদানের জন্য ব্যয় বেড়েছে। ফলে সব পৌরসভার কর্মকর্মা/কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে। বেতন না পেয়ে দুমাস পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর এলে তিনি ২৫ কোটি অনুদান দেন।