অনলাইন ডেস্ক
বাংলাদেশ সময় রোববার (৩০ জুন) সকালে চিলির বিপক্ষে একাদশ থেকে নয়টি পরিবর্তন নিয়ে পেরুর বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। ইনজুরি কারণে এ ম্যাচে বিশ্রামে আছেন লিওনেল মেসি।ফলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আক্রমণ ভাগে ডি মারিয়ার সঙ্গে থাকবেন লাউতারো মার্তিনেজ এবং আলেজান্দ্রো গার্নাচো৷
চলতি কোপা আমেরিকায় প্রথমবারের মতো মূল একাদশে সুযোগ পেয়েছেন লাউতারো । আগে দুই ম্যাচে বদলি হিসেবে নেমে করেন দুই গোল। যা চলতি আসরে সর্বোচ্চ। আর কোপায় অভিষেক হয়েছে গার্নাচোর।
গোল পোস্টের নিচে যথারীতি আছেন এমিলিয়ানো মার্তিনেজ। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, ম্যাক অলিস্টারের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে এনজো ফান্নার্ন্দেজকে।
জিওভান্নি লো সেলসোর সঙ্গে মিডফিল্ডে আছেন এজেকিয়েল পালাসিওস ও লিয়ান্দ্রো পারাদেস। লো সেলসো প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন। প্রথম দুই ম্যাচের সুযোগ না পাওয়া ভালেন্তিন কার্বনিকে ফেলানো হতে পারে বদলি হিসেবে।
আর্জেন্টিনার রক্ষণে এসেছে বেশ পরিবর্তন। প্রথমবারের মতো মূল একাদশে জায়গা পয়েছেন গঞ্জালো মন্তিয়েল, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি। বিশ্রাম দেওয়া হয়েছে নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজকে।
এদিকে আর্জেন্টিনার ড্রাগআউটেও নতুন মুখ। পরপর দুই ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে দেরি করায় লিওনেল স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তাই পেরুর বিপক্ষে স্কালোনির পরিবর্তে টাকা উঠে দাঁড়িয়েছেন ওয়াল্টার সামুয়েল।
পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
এমি মার্তিনেজ (গোলকিপার), মন্টিয়েল, ওতামেন্দি, পেসেলা, ত্যাগলিয়াফিকো, এনজো, পারাদেস, পালাসিওস, ডি মারিয়া (অধিনায়ক), লাওতারো এবং গার্নাচো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা