অব্যাহত মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির অংশ হিসেবে পেঁয়াজের চারটি চালান কার্গো বিমানযোগে ঢাকায় এসে পৌঁছেছে।
৮২ মেট্রিক টন পেঁয়াজের আকাশ পথের প্রথম চালানটি এসে পৌঁছেছে পাকিস্তান থেকে বুধবার সন্ধ্যার পরে।
এরপরে মিশর থেকে ১১০ মেট্রিক টনের দুটো চালান এসেছে বিমানযোগে বুধ এবং বৃহস্পতিবার।
তুরস্ক থেকে সিটি গ্রুপের ১০ টন পেঁয়াজের চালান শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে পেঁয়াজ বহনকারী কার্গোবিমানটি অবতরণ করে। বিমানবন্দরের কাস্টম অফিসার এ তথ্য জানান।
এছাড়া ব্যবসায়ীরা আরও প্রায় ৮ হাজার মেট্রিক টন পিঁয়াজ মিশর ও তুরস্ক থেকে আকাশ পথে নিয়ে আসবেন কয়েক দিনের মধ্যে। এ লক্ষ্যে ১০টি কার্গো বিমান ভাড়া করেছেন তারা।
সমুদ্র পথে বাংলাদেশের ব্যবসায়ী একটি গ্রুপ সাড়ে ৫৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির ব্যবস্থা করেছে। ২/৩ দিনের মধ্যে সমুদ্র পথে প্রথম চালান এসে পৌঁছাবে।
চীন, মিয়ানমার এবং মধ্য এশিয়ার দেশগুলো থেকেও পেঁয়াজ আমদানির এলসি খোলা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপারে অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা