অনলাইন ডেস্ক
শুক্রবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা এবং প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার।
তিনি বলেন, ‘অর্থ ও হিসাব শাখার কর্মকর্তা ফয়সালের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় তাকে গত ৮ মে তাকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরদিন তাকে পুলিশে সোপর্দ করা হয়। একইদিন অভিযোগ তদন্তে একটি কমিটি করা হয়। ওই কমিটি তদন্তে করে তার বিরুদ্ধে ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। গত ২৫ মে তদন্ত কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছেন।’
জানা গেছে, গত ৯ মে ফয়সাল মাহমুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ছিলেন— রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএফএ (অর্থ) ফারজানা উম্মে খানম ও ডিএফএ (বুকস অ্যান্ড অ্যাকাউন্টস) আব্দুল আওয়াল।
তাদেরকে কারিগরি সহায়তা করেছেন আব্দুল আল আসিফ নামে আরেক কর্মকর্তা। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে ১৬ দিন পর গত ২৫ মে তারা প্রতিবেদন জমা দেয়।
দেরির কারণ জানতে চাইলে কামরুন নাহার বলেন, ‘প্রত্যেকটি লেনদেন যাচাই-বাছাই করা হয়েছে। তাই দেরি হয়েছে। তদন্ত কমিটি আমাদের কাছে সময় চেয়েছিল, আমরা মঞ্জুর করেছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা