অনলাইন ডেস্ক
সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন পুলিশের ৯৫৩ জন সদস্য।
মোট আক্রান্তের ৫৭৬ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা জেলার বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেশি।
করোনায় এখন পর্যন্ত পাঁচ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৮৭ জন।
করোনা উপসর্গ থাকায় এক হাজার ৬৩ জন পুলিশ সদস্য আইসোলেশনে আছেন এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় এক হাজার ১৭৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল পর্যন্ত মাত্র ১৮১ জন সদস্য আইসোলেশনে ছিলেন। গত ২৪ ঘণ্টায় তা অনেক বেড়ে গেছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা বলেন, ‘আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা নিশ্চিতে আমরা সব ধরণের ব্যবস্থা নিয়েছি।
মানসিক বল না হারাতে আমরা তাদেরকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছি। আক্রান্তদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রেখেছেন ইউনিট প্রধান।’
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা