রাজধানীর কয়েকটি স্থানে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালানোর ঘটনায় জড়িত নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিসিটিসি) প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
পুলিশের মনোবল ভেঙে দিতে জঙ্গিরা এ সব হামলা চালায় এবং হামলার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ জানায়। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর শনির আখড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুই জন হলেন মো. জামাল উদ্দিন রফিক ও মো. আনোয়ার হোসেন। গ্রেফতারকালে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃতরা গুলিস্তান, মালিবাগ, সায়েন্সল্যাবসহ ঢাকা শহরের পাঁচটি স্থানে পুলিশের ওপর বোমা হামলার মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেছে।’
সিটিটিসির প্রধান আরও বলেন, গ্রেফতারকৃত রফিকের নেতৃত্বে গত বছরের ২৯ এপ্রিল গুলিস্তান, ২৬ মে মালিবাগ, ২৩ জুলাই পল্টন মোড়ে ও খামারবাড়ি এবং সর্বশেষ ৩১ আগস্ট সায়েন্সল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর বোমা হামলা করে। পুলিশের ওপর নিক্ষিপ্ত বোমাগুলো রফিক তার বাড়িতে তৈরি করেছিল।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা