অনলাইন ডেস্ক
দুই দলই প্রথম জয়ের খোঁজে। স্বাভাবিকভাবে কাগজে কলমে নিউ জিল্যান্ডের চেয়ে অনেক পেছনে বাংলাদেশ। তারপরও আত্মবিশ্বাসের কমতি নেই। প্রথম ম্যাচে হারলেও যে সম্ভাবনাময়ী শুরু হয়েছে, তা ধরে রাখার আশা নিগারের।
বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি এখন আমাদের কোনো চাপ নেই। কারণ এই মঞ্চে আমরা নিজেদের দেখানোর চেষ্টা করেছিলাম। কারণ অনেক কিছুই আমরা এখান থেকে পেতে পারি।’
এই বিশ্বকাপে হার নয়, জয়ের মানসিকতা নিয়ে খেলে যাবে বাংলাদেশ। অন্তত নিজেদের সম্ভাবনার জানান দিতে চায় প্রতিটি ম্যাচে। নিগার বলেছেন, ‘এখানে ভালো করার এখনো অনেক সুযোগ আছে। আমরা পুরো বিশ্বকে দেখাতে চাই আমাদের সম্ভাবনা।’
ডানেডিনে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের মাটিতে এই প্রথমবার পা রেখেছে তারা। তারপরও প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না নিগার, ‘আমি মনে করি এখানে অনেক অনুশীলন করেছি আমরা, এমনকি অল্প কয়েকটি ম্যাচ খেললেও। খুব ভালোভাবে উইকেটে মানিয়ে নিয়েছি এবং কন্ডিশনের সঙ্গেও। আমরা শুধু আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং পরের ম্যাচেও সেরাটা দিতে চাই।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা