অনলাইন ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের ওয়ারসতে ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেছেন।
শরণার্থীদের দেখার পর পুতিন সম্পর্কে তার মন্তব্য কী জানতে চাইলেন বাইডেন বলেন,‘সে একটা কসাই।’
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে মার্কিন প্রেসিডেন্ট জানান, জীবনের একটা সময় তিনি এই ধরনের জায়গায় ছিলেন। এই পরিস্থিতিতে ‘মানুষের প্রাণশক্তির গভীরতা’ দেখে তিনি বিস্মিত হতেন।
বাইডেন বলেন, ‘এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। এসব বাচ্চাদের দেখুন। শুধু আলিঙ্গন করতে চাই, শুধু ধন্যবাদ বলতে চাই। আমি বলতে চাচ্ছি, এটা আপনাকে অনেক বেশি গর্বিত করে।’
শুক্রবার রাশিয়ার জানিয়েছিল, তারা তাদের যুদ্ধের কৌশলগত নীতি বদল করতে যাচ্ছে। এখন তারা ইউক্রেনের পূর্বাঞ্চল স্বাধীন করার ওপর মনোযোগ দেবে।
এ ব্যাপারে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা এটা করছে কিনা আমি নিশ্চিত নই।’