অনলাইন ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তরে পুকুরে পানিতে ডুবে চার বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামপুর খাঁনবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই বাড়ির সিরাজ খানের ছেলে এবং জান্নাত ইসমাইল খানের মেয়ে।
জানা যায়, সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় তারা। পরে বাড়ির লোকজন অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদের না পেয়ে সন্দেহজনকভাবে পাশের পুকুরে নেমে খুঁজতে থাকেন এবং তাদের চাচা নাসির ডুবন্ত অবস্থায় পানি থেকে তাদের উদ্ধার করেন। পরে তাদের পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়া বলেন, মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরোও পড়তে পারেন : চলতি মাসে অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম