অনলাইন ডেস্ক
শুক্রবার (২২ অক্টোবর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব কর্মকর্তা জানান, সম্প্রতি রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা সৈকত মন্ডল এবং তার সহযোগী রবিউল ইসলাম গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
১৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ অবমাননার ঘটনার তিন দিন পর ১৭ অক্টোবর পীরগঞ্জে একটি ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। এসময় প্রায় ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পবিত্র কাবা শরিফ, কোরআন এবং ইসলাম ধর্ম অবমাননা করে উসকানিমূলক পোস্ট ও কমেন্টের অভিযোগে পরিতোষ সরকার নামে এক যুবককে গত সোমবার রাতে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
এদিকে, গত ১৯ অক্টোবর পীরগঞ্জের ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলার ঘটনা পরিকল্পিত। পরিকল্পিত না হলে এত বড় ঘটনা ঘটতো না। এর গোড়ায় আমাদের যেতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত করলে বের হয়ে আসবে, এতে কারও ইন্ধন আছে কি না।
প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা