অনলাইন ডেস্ক
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, মানির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রমিজ রাজা। রমিজ রাজা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিচ্ছেন। সেই সুবাদে তার আন্তর্জাতিক যোগাযোগ খুবই ভালো। পাশাপাশি তিনি সুশিক্ষিত ও সাবেক ক্রিকেটার হওয়ায় পিসিবির গভর্নিং বোর্ডের পছন্দের তালিকায় সবার উপরে আছেন রাজা।অবশ্য তথ্যটি এখনো নিশ্চিত নয়। কারণ, বোর্ডের কাছে তার নাম এখনো জমা দেওয়া হয়নি। শিগগিরই সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে দুই জনের জমা দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবির চিফ প্যাট্রন ইমরান খান। সেই দুই জনের মধ্যে একজন রমিজ রাজা বলেই জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।
পিসিবি সূত্রে জানা গেছে, ‘সভাপতি নির্বাচনের জন্য আগামী কয়েক দিনের মধ্যেই পিসিবির গভর্নিং বোর্ডের কাছে দুই জনের নাম পাঠাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বোর্ড সদস্যরা একজনকে নির্বাচিত করবেন।’
মানি শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আর এ পদে বহাল থাকতে চান না বলে জানিয়েছেন বোর্ডকে। তাই সভাপতি পদে নির্বাচনের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে পিসিবি। অবসর প্রাপ্ত বিচারক আমজাদ শেখকে এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা