অনলাইন ডেস্ক
নতুন চুক্তির পর নেইমার বলেন, ‘পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো আমার জন্য আনন্দের বিষয়। আমি প্যারিসে খুব সুখে আছি। এই দলের অংশ হয়ে থাকা গর্বের ব্যাপার। এখানে আমি মানুষ এবং খেলোয়াড় হিসেবে বেড়ে উঠছি। তাই চুক্তির মেয়াদ বাড়িয়ে আমি খুশি। আশা করি সামনে অনেক শিরোপা জিতব।’
প্যারিসের ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএসজি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, আরও তিন মৌসুমের জন্য নেইমার চুক্তি নবায়নে রাজি হয়েছেন। ২৯ বছর বয়সী তারকা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন। ২০১৭ সালে যোগ দেওয়ার পর ব্রাজিলের জাতীয় দলের স্ট্রাইকার পিএসজির কিংবদন্তিদের তালিকায় নাম লিখিয়েছেন। ১১২ ম্যাচে নিজে ৮৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫১টি গোল করিয়েছেন। ক্লাবের ইতিহাসের সেরা ১০ গোলদাতার মধ্যে ঢুকে পড়েছেন নেইমার। তিনি তার আচরণ ও অনুপ্রেরণা দিয়ে ক্লাবে আলো ছড়িয়ে যাচ্ছেছেন।’
নতুন করে পিএসজির সঙ্গে আরও চার বছরের চুক্তি করেছেন নেইমার। অর্থাৎ ২০২৫ সালের জুলাইয়ের আগে ক্লাব ছাড়ছেন না তিনি। এখন প্রতি মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৩০৭ কোটি টাকা পারিশ্রমিক পাবেন নেইমার। পিএসজিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত পিএসজির জার্সি গায়ে ১১২ ম্যাচে ৮৫ গোল ও ৫১ এসিস্ট করেছেন এ ব্রাজিলিয়ান সেনসেশন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা