অনলাইন ডেস্ক
তার আগে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় এক রানেই ফিরে যান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দুই বল খেলে তিনি থেকে রান শূন্য। তার বিদায়ের পর দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিতে থাকেন অন্য ওপেনার লিটন দাস।
কিন্তু লিটনও খু্ব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ২৯ রান করে ফেরেন আসাদ ভালার বলে সেসে বাউয়ের হাতে ক্যাচ দিয়ে। লিটনের বিদায়ের পর মুশফিকুর রহিম ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি। আউট হান ব্যক্তিগত পাঁচ রানে। ৪৬ রান নিয়ে সাজঘরে ফেরেন সাকিব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। এ নিয়ে বৈশ্বিক আসরে টানা তিন ম্যাচে টস জিতল টাইগাররা। এর আগে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছিল ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের।
এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। ওমানের বিপক্ষে জেতা দল নিয়েই ব্যাটিংয়ে নামে সাকিব-মুশফিকরা। তবে পাপুয়া নিউগিনির একাদশে দুটি বদল এসেছে। দলে ঢুকেছেন হিরি হিরি ও ডেমিয়েন রাভু। বাদ পড়েছেন টনি উরা ও নোসাইনা পাকানা।
সুপার টুয়েলভে খেলতে হলে বাঁচা-মরার লড়াইয়ে আজ জিততেই হবে লাল-সবুজের প্রতিনিধিদের। পাপুয়া নিউগিনিকে হারাতে ন্যূনতম ৩ রানের হারাতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের। আর হারলে নিতে হবে বিদায়।
ওমানকে হারিয়ে প্রথম পর্বের ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার তৃতীয় সেরা দল এখন টাইগাররা। রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশের ওপরে দ্বিতীয় স্থানে এখন ওমান। সবার ওপরে রয়েছে স্কটল্যান্ড। তলানিতে পাপুয়া নিউগিনি।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাপুয়া নিউগিনি একাদশ
আসাদ ভালা (অধিনায়ক), লেগা সিয়াকা, চার্লস জর্ডান আমিনি, সেসে বাউ, মন আটাই, হিরি হিরি, নরমান ভানাউ, কিপলিন ডোরিগা, চাদ সোপার, ড্যামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মরেয়া।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা