অনলাইন ডেস্ক
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এ পর্যন্ত হওয়া ৭ ম্যাচে টস জেতা দলই জিতেছে চারটি ম্যাচে। আর ড্র হয়েছে বাকি তিন ম্যাচ। অর্থাৎ এই মাঠে টসের ফলের ওপরও ম্যাচের ফলাফল অনেকাংশে নির্ভর করে।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ব্যাখ্যা করলেন আগে ব্যাটিংয়ের কারণ। তিনি বলেন, আমার কাছে উইকেট একটু শুষ্ক মনে হচ্ছে। চতুর্থ ইনিংসে বল টার্ন করতে পারে, তাই আগে ব্যাট করছি।
লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জানালেন, টস জিতলে তিনি আগে বোলিংই নিতেন। উইকেটে পেসারদের জন্য থাকা শুরুর সহায়তা কাজে লাগাতে চায় তার দল।
এদিকে এ নিয়ে সপ্তম টেস্টে অধিনায়কত্ব করছেন অধিনায়ক মুমিনুল। এর আগের ছয় টেস্টে টস জিতেছেন তিনবার, হেরেছেনও তিনবার। তবে জয় মিলেছে মাত্র এক ম্যাচে। সেই ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলের উইকেটে যথেষ্ট ঘাস আছে। সে জন্যই তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রয়েছেন দুই স্পিনারও। গতি আক্রমণে আজ বাংলাদেশ দল ভরসা রাখছে তাসিকন আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেনের ওপর। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ঘূর্ণি আক্রমণটা সামলাবেন। পাঁচ বোলার নিয়ে বাংলাদেশ এ টেস্টে খেলতে নামছে ইতিবাচক মানসিকতা নিয়েই। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলছেন সাইফ হাসান। শ্রীলঙ্কার একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের। দুই তরুণ ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশানকার দুজনকেই দেওয়া হয়েছে সুযোগ। তাদের একাদশে বিশেষজ্ঞ পেসার তিনজন। সঙ্গে স্পিনিং অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা।
এই মাঠের এটি অষ্টম টেস্ট। প্রথম তিন টেস্ট ছিল ড্র, পরের চারটি দেখেছে জয়-হার। শ্রীলঙ্কার জয় মাত্র একটি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা