অনলাইন ডেস্ক
চলতি বছরে বৈশ্বিক পারমাণবিক উপকরণ নিরাপত্তা নিয়ে জরিপ করেছে যুক্তরাষ্ট্রের একটি দাতব্য সংস্থা।
যাতে সাত পয়েন্টে সার্বিকভাবে সর্বোচ্চ উন্নতি করেছে দক্ষিণ এশিয়ার দেশটি। ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এমন তথ্য পাওয়া গেছে।
সর্বমোট ৪৭ পয়েন্টে পাকিস্তান ১৯তম, আর তারপরেই ৪১ পয়েন্ট নিয়ে প্রতিবেশী ভারতের অবস্থান।
ন্যাশনাল থ্রেট ইনিশিয়েটিভের(এনটিআই) পরমাণু নিরাপত্তা সূচক অনুসারে, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ পদক্ষেপে পাকিস্তানের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। এতে দেশটির ২৫ পয়েন্ট বেড়েছে।
বৈশ্বিক মানের দিক থেকেও ভালো করেছে তারা, যাতে দেশটির এক পয়েন্ট বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ পদক্ষেপে এই অগ্রগতি খুবই তাৎপর্যপূর্ণ। জোরালো আইন ও নীতিমালার কারণে পাকিস্তানের স্কোর বেড়েছে।
এতে তারা টেকসই নিরাপত্তা সুবিধাও পাবে। অভ্যন্তরীণ প্রতিশ্রুতি ও সক্ষমতায়ও পাকিস্তানের স্কোর(৬৭-১০০) বেড়েছে।
১৭৬টি দেশের পরমাণু নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পরিমাপক হচ্ছে এনটিআইয়ের এই নিরাপত্তা সূচক।
পারমাণবিক উপকরণের নিরাপত্তা সূচকে পাকিস্তানের অগ্রগতির তারিফ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক লৌরা ই কেনেডি।
এক টুইটবার্তায় তিনি বলেন, পাকিস্তানের এই উন্নতিকে স্বাগত জানাচ্ছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা