পাবনার সাঁথিয়ায় মদপানে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তির অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আতাউর রহমান ফকিরের ছেলে কাজল ফকির (৫৫) ও জাহের আলীর ছেলে সেলিম (৩০)। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম।
তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, ডাক্তার সার্টিফিকেট দিয়েছে সেলিম হার্ট অ্যাটাকে মারা গেছেন। পরিবারের দাবি কাজল ফকির বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর মারা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, তারা সবাই নেশাগ্রস্থ। মঙ্গলবার রাতে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু ও ১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিন জনের হার্ট অ্যাটাক হওয়ার ঘটনা বিশ্বাসযোগ্য নয়।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, মৃতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা হার্ট অ্যাটাকে মারা গেছে। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন মদপানে মারা গেছেন তারা। তাই ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা