অনলাইন ডেস্ক
শনিবার দুপুরে উপজেলার হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চাঁদভা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা আবদুল হান্নান ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলীর মধ্যে বিরোধ চলছিল।
এরই জেরে শনিবার দুপুরের দিকে বিএনপি নেতা আবদুল হান্নানের নেতৃত্বে ১৫-২০ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতা তৈয়ব আলীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও গুলি চালায়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করে চলে যায় হামলাকারী বিএনপি সমর্থকরা।
সংঘর্ষে উভয়পক্ষের আজিজাল ইসলাম (৩৮) নামে একজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আবদুর রাজ্জাক (৬৫), রাহেন আলী (৩২), নুর মোহাম্মদ (৪২)সহ কমপক্ষে ১০ জন আহত হন। গুরুত্বর আহত ছয়জনকে প্রথমে আটঘরিয়া ও পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগে উভয়পক্ষের ৬টি করে মামলা রয়েছে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা