অনলাইন ডেস্ক
যুব মহিলা লীগের বহিষ্কৃত আলোচিত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের অবৈধ সম্পদের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনি য়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে সাখাওয়াত উল্লাহ ভূইয়া, গোলাম ফাত্তাহ রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে মীর আহাম্মদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
দুদক আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম এ তথ্য জানান।
সোয়া ৬ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলা করেন।
আরোও পড়তে পারেন : বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি শীর্ষ মার্কিন সংস্থাগুলোর