অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে এ মামলা করেন।
দুদকের অনুসন্ধানে পাওয়া পাপিয়ার অবৈধ সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়া দম্পতির ২টি বিলাসবহুল ফ্ল্যাট, নরসিংদী শহরে ২টি ফ্ল্যাট ও বাগদী এলাকায় ২ কোটি টাকার ২টি প্লট আছে।
দুদকের তথ্য মতে, পাঁচতারকা হোটেলটির বিলাসবহুল চারটি কক্ষ টানা চার মাস ৯ দিন নিজের দখলে রাখেন পাপিয়া। গ্রেপ্তারের দিন পর্যন্ত মোট ১২৯ দিনে পাপিয়া ও তার সঙ্গীদের থাকা, খাওয়া, মদের বিল বাবদ পরিশোধ করেছেন ৩ কোটি ২৩ লাখ টাকা। এ অর্থের বৈধ কোনো উৎস পায়নি দুদক।
এ অভিযোগ অনুসন্ধানে গত ২০ জুলাই বিশেষ ব্যবস্থায় পাপিয়া ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে কাশিমপুর জেলগেটে জিজ্ঞাসাবাদ করে দুদক।
গত ২২ ফেব্রুয়ারি গোপনে বিদেশ যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। একইদিন রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে ও শের-ই-বাংলা নগর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা করে পুলিশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা