ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
এ ব্যাপারে বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার বিসিবি সভাপতি পাপন ও বিসিসিআই সভাপতি সৌরভের এই সৌজন্য সাক্ষাৎকারটি একটি অনানুষ্ঠানিক বৈঠকের অংশবিশেষ। কিন্তু এই বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা জানা সম্ভব হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত মধ্যকার শেষ টেস্টের ব্যাপারেই আলোচনা করবেন দুই বোর্ড প্রধান।
রোহিতের ব্যাটিং তান্ডবে বাংলাদেশের হার
ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে নানান আয়োজনের কথা জানিয়েছেন সৌরভ। হয়তো সে ব্যাপারেই কথা বলতে অনানুষ্ঠানিক বৈঠকে বসবেন পাপন-সৌরভ।
আগামী ১০ নভেম্বর নাগপুরে গড়াবে ‘ফাইনালি লড়াই’।ওই ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখবেন বিসিবি সভাপতি পাপন। এ সুযোগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন তিনি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা