রোকেয়ার শিক্ষা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়ার জন্য পাঠ্যসূচিতে বেগম রোকেয়ার শিক্ষা অন্তর্ভূক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নারী জোট।
রবিবার ( ৮ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস ( ৯ ডিসেম্বর) উপলক্ষে জাতীয় নারী জোটের গোল টেবিল আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজন করেছে।
জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীণার সভাপতিত্বে অনুষ্ঠিত এ গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, নুরুল আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, কর্মজীবী নারীর পরিচালক রাহেলা রাব্বানী।
বক্তব্য রাখেন জাসদের নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল, জাতীয় নারী জোট নেত্রী সৈয়দ শামীমা সুলতানা হ্যাপী, নারী জোটের সদস্য নিলঞ্জনা রিফাত সুরভী, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, শ্রমক জোটের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার পারভীন, নারী নেত্রী হাসি আক্তার, জাতীয় যুব জোটের মহিলা বিষয়ক সম্পাদক মেছা: পারভেজ আক্তার শিল্পী, নারী জোটের সদস্য নারগিস আক্তার, যুব জোটের সহ-সভাপতি কাজী সালাম সুলতানা প্রমূখ।
গোল টেবিল আলোচনার শুরুতেই বক্তারা বাংলার নারী জাগরণের পথিকৃৎ মহিয়সী বেগম রোকেয়ার প্রতি গভীর শুদ্ধা জানান। বক্তারা বলেন, ঘরে-বাইরে যেখানেই নারীর প্রতি যে মাত্রাই সহিংসতার ঘটনা ঘটুক না কেন তা গোপন করার বদলে প্রকাশ্যে প্রতিবাদ করতে হবে। সহিংসতা-নির্যাতন নিরবে মেনে নেয়া এবং প্রতিবাদ হীনতার ফলেই সমাজে ঘরে-বাইরে নারীর প্রতি সহিংসতা বাড়ছে।
তারা বলেন, নারীদের নিজ পরিবারের নারী সদস্য, নারী আত্মীয়-স্বজন-পাড়া-প্রতিবেশী-সহপাঠী-সহকর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমে সংঘবদ্ধতা তৈরী করতে হবে। বক্তারা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০১৯ থেকে গৃহীত কনভেনশন ১৯০ অনুসমর্থন ও বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা