অনলাইন ডেস্ক
ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধকল্পে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদ।
অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- বিআইডব্লিউটিএ-এর পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌ-পরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, মনিকগঞ্জ জেলা স্থানীয় সরকারের প্রতিনিধি, বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল, নৌপুলিশের সুপার জসিম উদ্দিন ও বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) রাশেদুল ইসলাম।
নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এর আগে পাটুরিয়া ৫নং ফেরি ঘাটে আমানাতশাহ নামের একটি রোরো ফেরি আংশিক ডুবে যায়। সকাল দশটার দিকে ঘটনাটি ঘটে। এসময় ফেরিতে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক ও মটরসাইকেল ছিল। উদ্ধার অভিযানে ডুবে যাওয়া ট্রাক ও মটরসাইকেল উদ্ধার হয়েছে। তবে এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা