অনলাইন ডেস্ক
পুরো দল আইসোলেশনে থাকলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ যথাসময়ে মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছে ইসিবি। তবে সে জন্য মঙ্গলবার বিকেলের মধ্যে ঘোষণা করা হবে নতুন স্কোয়াড। যার নেতৃত্বে থাকবেন বেন স্টোকস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আঙুল ভাঙার পর থেকে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন স্টোকস। সম্রপতি ভিটালিটি ব্লাস্টে ফিরলেও তাকে আরও ফিট হতে সময় দিয়েছিল ইংলিশরা। কিন্তু এই পরিস্থিতিতে বাধ্য হয়েই স্টোকসকে ফেরাতে হচ্ছে ইসিবিকে।
ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘ওয়ানডে স্কোয়াডের তিন ক্রিকেটার এবং ম্যানেজম্যান্টের ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন।ইতোমধ্যে আমরা যুক্তরাজ্য গণস্বাস্থ্য বিভাগ, ওয়েলস গণস্বাস্থ্য বিভাগ এবং ব্রিস্টলের স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় তাদের আইসোলেশনে পাঠিয়েছি। ৪ জুলাই থেকে যা শুরু হয়েছে। সরকারের বিধিনিষেধ মেনেই আমরা সব করছি। আক্রান্তদের আশেপাশে যারা ছিলেন বা সংস্পর্শে এসেছেন তারাও আইসোলেশনে আছে।’
প্রসঙ্গত, ৮ জুলাই কার্ডিফে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মুখোমুখি খেলবে ইংল্যান্ড। উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে সিরিজের পরই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবেন জো রুটরা। পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে ৪ আগস্ট থেকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা