এবার পাকিস্তান সফর বাতিল করলো দক্ষিণ আফ্রিকা। তবে নিরাপত্তার কারণে নয়, প্রোটিয়ারা সফর বাতিল করেছে খেলোয়াড়দের কাজের চাপ কমাতে।
এর আগে নিরাপত্তার শঙ্কায় প্রথমে যেতে না চাইলেও শেষ পর্যন্ত তিন দফায় পাকিস্তান সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মার্চে পাকিস্তান সফরে যাওয়া কথা ছিল দক্ষিণ আফ্রিকার। সফরে ১৮ মার্চ থেকে সফরে রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের।
প্রস্তাবিত এ সফর বাতিল নিরাপত্তার কারণে নয়। খেলোয়াড়দের কাজের চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা খেলোয়াড়দের কাজের চাপ বিবেচনা করে মার্চে ভারত সফরের পর পাকিস্তানে তাদের প্রস্তাবিত টি-টোয়েন্টি সফর বাতিল করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সিএসএ সময় সুযোগ বুঝে পরবর্তীতে সিরিজে সূচি ঘোষণা করবে।
বর্তমানে নিজ মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল। ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট ও তিন ওয়ানডের পর বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে প্রোটিয়ারা। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এ সিরিজ শেষ হবে ৭ মার্চ। এরপর ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে প্রোটটিয়রাদের। যা শুরু হবে ১২ মার্চ। এমন ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের চাপ কমাতে পাকিস্তান সফর বাতিল করলো দক্ষিণ আফ্রিকা।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা