অনলাইন ডেস্ক
শনিবার (১৩ আগস্ট) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে আইপিএলের দ্বিতীয় অংশ। এদিকে ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তানের মাটিতে তাদেরই বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। তাতে আইপিএলের শেষ অংশে ইংলিশ ক্রিকেটারদের পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। ইসিবির ঘোষণার পর সেই শঙ্কা পুরোপুরি কেটে গেছে।
আইপিএলে ইংলিশ ও অজি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিতে ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে যোগাযোগ করেছিল বিসিসিআই। জবাবে ইসিবি ও সিএ জানায়, আইপিএলে নিজেদের ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি দিতে তাদের কোনো আপত্তি নেই। পরে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ফোন করে এ সুখবর জানান আইপিএলের প্রধান নির্বাহী হেমাং আমিন।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমিরাতে আইপিএল খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ নিতে চাইছে ক্রিকেটাররা। সে কারণে জাতীয় দলের সূচির চেয়ে আইপিএলকেই গুরুত্ব দিচ্ছে তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা